আগামী রবীন্দ্রজয়ন্তীতে অর্থাৎ আট-ই মে শুক্রবার সন্ধে ছ’টা বেজে ত্রিশ মিনিটে আমি কুড়ি মিনিটের জন্য লাইভ আসতে চলেছি। এই লাইভ শো এ আমি স্যান্ড অ্যানিমেশন এর বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করবো এবং শুকনো বালির সাহায্যে কিভাবে স্যান্ড অ্যানিমেশন করা হয় তা দেখাবো। আপনারা যারা স্যান্ড অ্যানিমেশন বিষয়ে আগ্রহী বিশেষ করে আমার ছোট্ট বন্ধুরা ও ছাত্র-ছাত্রীরা, তাদের কাছে এই কুড়ি মিনিটের লাইভ স্যান্ড অ্যানিমেশন শো এক কথায় অভূতপূর্ব হতে চলেছে।
এই লাইভ শো এর Online stream দেখার জন্য আপনারা Book My Show এর মাধ্যমে এখনই Registration করতে পারবেন।